Plot Size :

2.5 katha, 3 katha, 5 Khata, 6 katha, 10 katha,

Property Summary

আধুনিক সুপরিকল্পিত নগরে গড়ে উঠুক আপনার বাড়ী। উপার্জিত টাকায় হোক নিজের একটি ঠিকানা। খোলা মেলা পরিবেশের মধ্যে বেড়ে উঠুক নতুন প্রজন্ম। আপনার পরিবার যেখানে খুজে পাবে নিরাপত্তা ও সুরক্ষিত ভবিষ্যৎ। যারা সম্মিলিত অংশ গ্রহন করে বিশ্বস্ত নির্মান প্রতিষ্ঠান ও ল্যান্ড ডেভেলপারস প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ করতে চান তাদের জন্য একটি বিশেষ সুযোগ।

প্রকল্পের অবস্থান ও বৈশিষ্ট্যঃ

  • ১) ঢাকা শহরের একমাত্র পরিকল্পিত শিক্ষা নগরী। যেখানে রয়েছে ১১টি বিশ্ববিদ্যালয় ৪টি মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক মানের ৪টি      স্কুল।
    ২) ঢাকা সিটির সাথে সংযোগ স্থাপনের জন্য পুরো প্রজেক্টে রয়েছে ছয়টি প্রশস্ত রাস্তা উত্তরার সাথে সংযোগের জন্য একনেক বৈঠকে অনুমোদনকৃত ৬৩৭ ভোট দৈর্ঘ্য ও ৬৭ ফুট প্রস্ত উত্তরা দৈউর ব্রিজ। নির্মাণাধীণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে যা নির্মিত হলে বিমানবন্দর থেকে আশুলিয়া যেতে সময় লাগবে মাত্র দশ মিনিট।
    ৩) মেট্রো স্টেশন সেন্টার থেকে বতমানে ১০ মিনিটের দূরত্বে। প্রস্তাবিত উত্তরা দৈউর ব্রিজ হলে সময় অর্ধেকে নেমে আসবে।
    ৪) সুপরিকল্পিত কমার্শিয়াল জোনের পাশাপাশি রয়েছে বেসরকারী শুটিং স্পট ঢাকা বোর্ড ক্লাব, একাাধিক পিকনিক স্পট, বাংলাদেশের একমাত্র গোলাপ গ্রাম তুরাগ নদীতে নৌ বিহার অতপর ফুট কোর্ট, কফি শপ, জিমনেসিয়াম সহ আরো অনেক সুবিধা।
    ৫) আশুলিয়া মডেল টাউন এর পূর্বে রয়েছে উত্তরা আবাসন প্রকল্প ও আন্তর্জাতিক বিমানবন্দর।
    ৬) পশ্চিমে রয়েছে সাভার ক্যান্টনমেন্ট কৃষিবিদ সিটি ও গাবতলী চন্দ্রা দক্ষিণ ১২০ ফিট প্রস্তাবিত মহাসড়ক।
    ৭) দক্ষিণে বিরুলিয়া ব্রিজ-১ থেকে সাভার বাজার প্রস্তাবিত ১২০ ফিট মহাসড়ক ।
    ৮) বহুমুখী প্রবেশ পথ, প্রশস্ত রাস্ত, যানজট ও কোলাহলমুক্ত ছয়া শীতল পরিবেশবান্ধব আবাসন এলাকা ও একাধিক অর্গানিক কাঁচাবাজার।
    ৯) ২৪ ঘন্টা সার্বিক নিরাপত্তা রয়েছে চৌকস ও সম্পূর্ণ নিজস্ব সিকিউরিটি ও সিসিটিভির ব্যবস্থা।
    ১০) বিদুৎ ওয়াসা, ব্যাংক ও বীমা অফিস। 

Property Features

GET IN TOUCH

Contact Information