Plot Size :

3 katha, 5 Khata, 6 katha and 10 katha plot

Property Summary

আধুনিক সুপরিকল্পিত নগরে গড়ে উঠুক আপনার বাড়ী। উপার্জিত টাকায় হোক নিজের একটি ঠিকানা। খোলা মেলা পরিবেশের মধ্যে বেড়ে উঠুক নতুন প্রজন্ম। আপনার পরিবার যেখানে খুজে পাবে নিরাপত্তা ও সুরক্ষিত ভবিষ্যৎ। যারা সম্মিলিত অংশ গ্রহন করে বিশ্বস্ত নির্মান প্রতিষ্ঠান ও ল্যান্ড ডেভেলপারস প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ করতে চান তাদের জন্য একটি বিশেষ সুযোগ।

প্রকল্পের অবস্থান ও বৈশিষ্ট্যঃ

 

  • বসুন্ধারা সিটির কোন  বৈশিষ্ট্য লাগে না। দেশ সেরা একটি হাউজিং প্রকল্প।
  • যেখানে রয়েছে আধুনিক সকল নাগরিক সুবিধা।
  • নির্ভেজাল, নিষ্কন্টক, উঁচু প্লট বা নীচু জমি ক্রয়ের সুবিধা অথবা জমির শেয়ার ক্রয় করে যৌথভাবে বিল্ডিং নির্মান করে ফ্ল্যাটের মালিক হওয়ার সুবিধা রয়েছে।
  • এককালীন ও দীর্ঘমেয়াদী কিস্তির সুবিধা এবং এককালীন মূল্য পরিশোধে বিশেষ মূল্য ছাড়।
  • এখনই বাড়ী করার উপযোগী।
  • অনেকগুলো ভবন নির্মানের কাজ চলমান এবং অনেকগুলো প্লটে পাইলিং এর কাজ সম্পন্ন হয়েছে, নির্মান কাজ শুরু করার অপেক্ষায়।
  • প্রতিটি প্লটের সামনে ২০, ২৫, ৩০, ও ৪০ এছাড়া ১00 ফুট ও ৩00  ফুট প্রশস্ত রাস্তার সুব্যবস্থা রয়েছে।
  • প্রকল্পের পাশেই রয়েছে সকল নাগরিক সুবিধাসমূহ অর্থাৎ স্কুল, কলেজ, আধুনিক মাদ্রসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং বিভিন্ন ব্যাংক এর শাখা ও আধুনিক নগরায়োনের সকল সুযোগ-সুবিধা।
  • হাউজিং এর অন্তর্গত হওয়ায় প্রকল্প টি হাউজিং এর সকল সুযোগ-সুবিধাসমূহ।
  • জমি ক্রয় পূর্বক জমি সংক্রান্ত সকল বৈধ কাগজপত্র যাচাই বাছাই করার সযোগ।

Property Features

কেন এই প্রকল্পে বিনিয়োগ করবেন?

  • সহজ কিস্তি সুবিধা, অল্প অল্প বিনিয়োগে সহজেই স্বপ্নের একটি ফ্ল্যাট হতে পারে আপনার।
  • জমি এবং ফ্ল্যাট একসাথে কেনার সুবর্ণ সুযোগ, যা একটি ফ্ল্যাটের অর্ধেক মূল্যে।
  • দিন দিন জমির মূল্য বৃদ্ধি পাচ্ছে। তাই এটি কেবল আপনার ভবিষ্যত আবাসন নয়, বরং একটি লাভজনক বিনিয়োগও বটে।
  • শুধুমাত্র বাছাইকৃত শুভাকাঙ্খী / বন্ধুদের নিয়েই সাজানো হয়েছে এই প্রজেক্টের পুরো পরিকল্পনা।
  • সরাসরি ভিজিট করে প্রজেক্টের ভিজিবিলিটি দেখেই আমাদের অংশীদার হতে আপনি দ্বিধাহীন সিদ্ধান্ত নিবেন ইনশাআল্লাহ।
  • পরিবারের জন্য সুরক্ষিত ভবিষ্যৎ, একটি নির্ভরযোগ্য বিনিয়োগ যা আপনার পরিবারকে একটি স্থায়ী ঠিকানা প্রদান করবে।

প্লট বরাদ্দের নীতিমালা

  • কোম্পানীর নির্ধারিত আবেদনপত্র পূরণ করে আবেদনকারীর স্বাক্ষর, বুকিং মানি ও দুই কপি ছবিসহ আবেদন করতে হবে।
  • আবেদন পত্র অনুমোদনের পর বুকিং মানি, ডাউনপেমেন্ট, কিস্তি বিধি অনুযায়ী পরিশোধ করতে হবে।
  • রিপ্লেসমেন্ট বা হস্তান্তর বা মালিকানা পরিবর্তন করতে চাইলে কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে এবং আবেদন অনুমোদন স্বাপেক্ষে ফ্ল্রাট বা প্লট শতাংশ প্রতি কোম্পানীর নির্ধারিক হাবে টাকা ফি দিয়ে রিপ্লেসমেন্ট বা হস্তান্তর বা মালিকানা পরিবর্তন করা যেতে পারে তবে সমূদয় বকেয়া টাকা পরিশোধ করতে হবে। ফ্ল্যাট বা প্লটের বরাদ্দ বাতিল করতে চাইলে প্রদানকৃত টাকার উপর ২০% হারে কর্তন স্বাপেক্ষে টাকা ফেরৎ প্রদান করা হবে
  • ডাউনপেমেন্টের পর সাময়িকচুক্তি সম্পন্ন করা হবে। ফ্ল্যাটের/প্লটের মূল্য ও অন্যান্য করচ পরিশোধ স্বাপেক্ষে প্রকল্প উন্নয়ন শেষে হস্তান্তর করা হবে ফ্ল্যাট/প্লটের রেজিষ্ট্রি ও ট্রান্সফারের জন্য এবং বালু ভোরাট সহ সকল উন্নয়ন খরচ গ্রাহক বহন করিবে।

GET IN TOUCH

Contact Information